ইংরেজি a, an এবং the এর ব্যবহারঃ
ইংরেজি a, an এবং the এর ব্যবহারঃ
এসবের ব্যবহার বেশ গোলমেলে। নিচের নিয়মগুলো জেনে নাও।সাধারণত শব্দের শুরুতে Vowel থাকলে তার আগে an হবে। a, e, i, o, u এই পাঁচটি বর্ণ হল vowel [স্বরবর্ণ] । আর সাধারণত শব্দের শুরুতে শুরুতে যদি Consonant থাকলে a হবে। যেমন:- an elephant, an inkpot, a pen, a chair, an open hearted man, a fool, a passenger.শব্দের শুরুতে silent H থাকলে তার আগে an এবং sounded H থাকলে তার আগে a হবে। a house, an honest man, an hour, an heir, an honourable person, a high school.শব্দের শুরুতে যে কোন Vowel থাকলে তার উচ্চারণ যদি ট এর মত হয় তবে তার আগে a হবে। যেমন:- a university, a unique opportunity, a European, a ewe.U এর উচ্চারণ যদি ‘আ’ মত হয় তবে তার আগে an হবে। যেমন:- an umbrella, an ugly person, an upper class passenger.O এর উচ্চারণ যদি ‘ওয়া’ এর মত হয় তবে তার আগে a হবে। যেমন a one taka note, a one eyed boy, a one act drama, a once famous man.6. Vowel এর উচ্চারণ বিশিষ্ট বর্ণের আগে an হবে। যেমন:- an MBBS, a BA, an MP, a B. Com, an MBA, a BSc, an FRCS, a PhD, an MA.
The এর ব্যবহারঃ
কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে হলে The ব্যবহার করতে হয়। যেমন বইটি The book, উড়ন্ত পাখিগুলো The flying birds। বিস্তারিত জানার জন্য নিচের নিয়মগুলো শিখে নাও। ধর্ম বইয়ের আগে The Quran, The Bible, The Gita.চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের আগে The moon, The earth, The sunনদী, সাগর, উপসাগরের আগে The Padma, The Indian Ocean.একাধিক দ্বীপের আগে The Andamans.বিখ্যাত জাহাজের আগে The Titanic, The Britania.সংবাদ পত্রের নামের আগে The JaiJaiDin, The Daily Star. The Ittefaq.জাতীয় বস্তুর আগে The national anthem, The national museum.জাতীয় দিবসের আগে The Victory Day, The Independence Day.ঐতিহাসিক কীর্তির আগে The Tajmahal, The Great Wall of Chinaরাষ্ট্রীয় উপাধির আগে The Bir Pratik, The Bangabandhu. The Bir shreshto.বিখ্যাত বন-জঙ্গলের আগে The Sundarbans.বিখ্যাত মরুভূমির আগে The Sahara Desert, The Gobi Desert.তারিখের আগে I will meet Parveen on the 1st October.দুইয়ের মধ্যে ভাল কিংবা মন্দ বোঝাতে Of the two girls, Salma is the more sweet. Of the two things, buy the less costlyজাতি বোঝাতে The rich should not hate the poor.নির্দিষ্ট করে বোঝাতে The kindness of Mohsin is known to all. The water of this pond is polluted.Superlative degree এর আগে Razzak is the best actor in Bangladesh.* ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে the ব্যবহার করা হয় ঃ
naic
উত্তরমুছুন