Header Ads

Header ADS

মুনাজাতের সুন্নত তরীকা

১/.মুনাজাতের শুরুতে  শেষে আল্লাহর প্রশংসা করা এবং নবী কারীম সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লম এর ওপর দুরুদ পাঠ করা।
২/উভয় হাত সীনা  বরাবর উঠানো।
৩/হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা।
৪/ হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিক রাখা।
৫/ দু' হাতের মধ্যে সামান্য পরিমাণ ফাকা রাখা।
৬/ মন দিয়ে কাকুতি মিনতি করে দু'আ করা।"
৭/আল্লাতা'আলার নিকট দু'আর বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বারবার চাওয়া।

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.