ইমানন আকিদা
ইমান
ইমান শব্দের আভিধানিক অর্থ :বিশ্বাস করা,স্বীকার করা,ভরসা করা ও নিরাপত্তা প্রদান করা ইত্যাদি।আভিধানিক অর্থে ইমান হলো ইসলামের আকীদা ও বিশ্বাস, আর ইসলাম হলো সে বিশ্বাসকে আমলের মাধ্যমে বাস্তবে প্রতিফলিত করা।
শনীয়তের পরিভাষায় ইমান বলা হয়: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সকল বিষয়,যা সুস্পষ্ট অকাট্যভাবে প্রমানিত, সেসব বিষয় মনে প্রানে মেনে নেয়া।দিলে দিলে বিশ্বাস স্হাপন করার পর মুখে তা স্বীকার করা এবং কুরআন হাদীস ও ইজমায়ে উম্মত অনুসারে আমল করা। সংহ্মেপে ইসলামের যাবতীয় বিশ্বাসসমূহকেও ইমান বলা হয়। মোট কথা ইমান বলা হয় শরীয়ত ও উসওয়ায়ে হাসানাকে গ্রহন করা এবং এর বিপরীত সবকিছুকে মিথ্যা ও বাতিল মনে করা এবং তা থেকে সম্পূর্ণরুপে বেচে থাকা।
ইমান শব্দের আভিধানিক অর্থ :বিশ্বাস করা,স্বীকার করা,ভরসা করা ও নিরাপত্তা প্রদান করা ইত্যাদি।আভিধানিক অর্থে ইমান হলো ইসলামের আকীদা ও বিশ্বাস, আর ইসলাম হলো সে বিশ্বাসকে আমলের মাধ্যমে বাস্তবে প্রতিফলিত করা।
শনীয়তের পরিভাষায় ইমান বলা হয়: হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সকল বিষয়,যা সুস্পষ্ট অকাট্যভাবে প্রমানিত, সেসব বিষয় মনে প্রানে মেনে নেয়া।দিলে দিলে বিশ্বাস স্হাপন করার পর মুখে তা স্বীকার করা এবং কুরআন হাদীস ও ইজমায়ে উম্মত অনুসারে আমল করা। সংহ্মেপে ইসলামের যাবতীয় বিশ্বাসসমূহকেও ইমান বলা হয়। মোট কথা ইমান বলা হয় শরীয়ত ও উসওয়ায়ে হাসানাকে গ্রহন করা এবং এর বিপরীত সবকিছুকে মিথ্যা ও বাতিল মনে করা এবং তা থেকে সম্পূর্ণরুপে বেচে থাকা।
কোন মন্তব্য নেই