Header Ads

Header ADS

তিন সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না

যে তিনটি সময় দোয়া কবুল হয় বা কবুল করা হয় প্রতিটি মুমিন মুসলমানের রয়েছে আল্লাহ রব্বুল আলামীনের নিকট কিছু চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়া কবুল করানোর জন্য দোয়া কবুল হওয়ার জন্য রয়েছে কিছু সময় তো আজকে আলোচনা করব এমন তিনটি সময় সম্পর্কে যে সময় আল্লাহ রাব্বুল আলামীন বান্দার দোয়া কবুল করেন ১‌- ওই ব্যক্তি যে ইফতারের সময় দোয়া করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না ।একজন রোজাদার ব্যক্তির দোয়া যখন সে ইফতারি করে 2 ন্যায় পরায়ণ বাদশা 3 মজলুম ব্যক্তি বা নির্যাতিত ব্যক্তি নির্যাতিত হয়ে দোয়া করে। ২- ফরজ নামাজের পরের দোয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে করা দোয়া। ৩-আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন দোয়া কবুল করা হয় বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল করা হয় আজানের সময় এর দোয়া এছাড়াও বিভিন্ন হাদিসের বিভিন্ন সময়ে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে ইনশাল্লাহ এ বিষয়ে আরেকটি লেখা দেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ মুহূর্তে যে সময় দোয়া কবুল হয় সেসময় দোয়া করার তৌফিক দান করুন

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.