রাতের বেলা যে দোয়া আল্লাহ রব্বুল আলামীন ফেরত দেন না
রাত্রের বেলায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামীন যে দোয়া ফেরত দেন না
আল্লাহ রব্বুল আলামীনের নিকট রাতের বেলায় অত্যন্ত মর্যাদার এবং সম্মানের,তাওহীদের সাক্ষ্য দিয়ে রাতেরবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া ফেরত দেন না ।
হাদিসের মধ্যে এসেছে
যখন তোমরা কেউ রাতের বেলা জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামীন সেই ব্যাক্তির দোয়া কবুল করেন ।আর যদি অজু করে এবং নামায আদায় করে তবে সে নামায কবুল করা হয় ( বোখারী)
দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই বা উপাস্য নেই তিনি এক তার কোন শরীক নেই তার জন্যই সকল রাজত্ব তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহর সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ্ ব্যতীত কোন মাবুদ নেই বা উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোনো ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত।
এতটুকু পড়ার পরে বলতে হবে রাব্বিগফিরলী অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রতিটি মুমিন মুসলমান কে রাত জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা ইবাদত করা নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন।
কোন মন্তব্য নেই