Header Ads

Header ADS

যে ৩০ টি উক্তি পাল্টে দিতে পারে আপনার জীবন

 ১/তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনও ক্ষতি নেই, যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও”


২/জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না”
৩/আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না,
৪/যদি কোনও লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না; তার বদলে কৌশল বদলে ফেলো”
৫/আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনও বাধাই মানুষকে থামাতে পারে না
৬/যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো”
৭/“হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণীত করো। সবই তোমার ওপর নির্ভর করে”
৮/“স্বপ্ন সেটা নয়,
যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা,
মানুষকে ঘুমাতে দেয় না।”
৯/প্রতিটি কাজ করার আগে
অন্তত একবার নিজেকে
জিজ্ঞেস করুন কাজটি
আপনি কেন করবেন।
১০/তােমার একটি ছােট্ট
পদক্ষেপে হাজার বছরের
সফলতার যাত্রার শুরু হতে পারে।
১১/যা করতে হবে তাই করাে।
যতবার করতে হবে ততবার করাে।
যতক্ষন না যা চাইছ তা
সত্যি করতে পারছ
১২/কারাে কাছে নিজেকে
প্রমান করার
কোনাে ইচ্ছা নেই।
আমি যেমন আছি তেমনই
অনেক ভালাে আছি।
১৩/আজকে এমন কিছু করো,
যেন ৫ বছর পর।
আজকের দিনটি মনে পড়লে,
নিজের উপর লজ্জা না হয়।
১৪/আমি তাদেরকেই সম্মান করি,
যারা সবসময় আমাকে
সত্য বলে তা সে যত
কঠিনই হােক না কেন।”
১৫/যদি তোমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু থাকে,
তাহলে তা এমন মানুষদের সাথে শেয়ার কর, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।
১৬/সবসময় শিখতে থাকো, যে শিখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত।
১৭/তোমার নিজেকে পরিবর্তন করার ইচ্ছা নিশ্চিতভাবে তুমি যেখানে আছো সেখানে থাকার ইচ্ছার চেয়ে অনেক বড়
১৮/তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া।   
১৯/সফল মানুষেরা অন্যদের চেয়ে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের চেয়ে আলাদা।
২০/তোমাকে শক্তিশালী হতে হবে অন্যদের হারিয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে শক্তি অর্জন করতে হবে যেন অন্যারা তোমাকে হারাতে না পারে।  
২১/যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।
২২/তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো , যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে ।
২৩/তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস , সেটি হচ্ছে অজুহাত ! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে , সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না —সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে
২৪/সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা
২৫/ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো ।
২৬/কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই , পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে ।
২৭/তুমি তোমার মতো হও , সবাই যে যার মত হয়ে গেছে ।
২৮/কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় , কোন বাধাই তোমাকে থামাতে পারবে না ।
২৯/কখনো ভেঙে পড়ো না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় , অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।
৩০/“যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মত পুড়তে হবে” 

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.