গোনাহ মাফ ও ২০ লহ্ম নেকির দোয়া
গোনাহ মাফের দোয়া
বিশিষ্ট সাহাবি হজরত জায়েদ (রা.) বর্ণনা করেন, হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ দোয়াটি পাঠ করবে, তার (জীবনের) সব গোনাহ মাফ হয়ে যাবে। -আবু দাউদ: ১৫১৯, তিরমিজি: ৩৫৭৭
আরবি দোআ
أسْتَغْفِرُ اللَّهَ الَّذي لا إلهَ إِلاَّ هُوَ الحَيَّ القَيُّومَ وأتُوبُ إلَيْهِ
উচ্চারণ
আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।
বাংলা অর্থ
আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব। তিনি নিখিল সৃষ্টির পরিচালক। আমি তার কাছেই ফিরে যাব।
কোরআনের যে দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে বাঁচাবে
আল্লাহ্ মানুষকে বিভিন্ন সময় নানা বিপদে ফেলে পরীক্ষা করে থাকে। শুধু ইহকালে নয় আল্লাহ্ মানুষকে পরকালেও পাপের শাস্তি দেবেন। ইহকালের বিপদ কিংবা পরকালের শাস্তির হাত থেকে তৎক্ষণাত রক্ষা পাওয়ার উপায় বলে দেয়া আছে আল কোরআনে। আল কোরআনের এমন দশটি সূরা আছে যেগুলো বিপদে পড়ার পর পাঠ করলে আল্লাহর রহমতে আপনি রক্ষা পাবেন। সূরা গুলো নিম্নরূপ-
সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষা করবে।সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষা করবে।সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষা করবে।সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষা করবে।সূরা মূলক কবরের আযাব হতে রক্ষা করবে।সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে।সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষা করবে।সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে।সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষা করবে।সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষা করবে।
এক আল্লাহর সত্য বানী আল কোরআনই পারে সকল মুসলিমদের রক্ষা করতে। সকলে আমল গুলো করার চেষ্টা করুন, আল্লাহ্ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ্।
২০ লক্ষ নেকির
দোয়া
বাংলা উচ্চারন
“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শাড়ী কালাহু আহাদান ছামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ।”
যে দোয়া পাঠে আল্লাহ বান্দার জিম্মাদার হয়ে যান
কোন মন্তব্য নেই