বুধবার, ২২ জুন, ২০২২

নৌকা ভ্রমণ

তো আজকে নৌকা ভ্রমণ নিয়ে কিছু কথা বলবো আমাদের মধ্যে অনেকে আছি যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি ভালো লাগে তা আজকে বলবো নৌকা ভ্রমণের কথা তো যারা নৌকা ভ্রমণ করতে চান তারা বরিশালে যেতে পারেন কক্সবাজারে অথবা বিভিন্ন নদী আছে ওইখানে ভ্রমণ করতে পারেন তবে যারা ভয় পান নৌকাতে ওঠার অভ্যাস নেই তারা অনেকটা না যাইলেই ভালো তো আমি বলব যারা ভয় পান তারা কখনোই বর্ষাকালে নৌকা ভ্রমণে যাবেন না কারণ নদীতে অনেক ঢেউ থাকে যা ভয়ের কারণ হতে পারে আসলে ভ্রমণ করার যে জীবনের মূল্যটা অনেক বেশি ভয় থেকে অনেক সমস্যা হতে পারে এজন্য কারো যদি ভ্রমণ করার অভ্যাস থাকে তাহলে আপনি শীতের শুরুতে অথবা শীতের শেষে এই সময়টা যেতে পারেন ওই সময় নদীতে পানি কম থাকে দেহ কম থাকে বৃষ্টির ভয় থাকে না এবং ঠান্ডা পরিবেশথাকে যদি আপনি বর্ষাকালে যান তাহলে হতে পারে বৃষ্টির ভয় থাকে অথবা কড়া রৌদ্রের ভয় থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন