Header Ads

Header ADS

ইংরেজি শিখার আগে কিছু কথা


আমরা অনেকেই ইংরেজি মোটামোটি লিখতে পারি 
কিন্ত বলতে গেলেই আমাদের বাহাদুরি শেষ :)। আমরা সবাই জানি ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা, আমরা এটা ও জানি বিশ্বকে জানতে হলে ইংরেজি জানতেই হবে। আর ইংরেজি তোমাকে কতখানি এগিয়ে দিতে পারে তা অবশ্যই আমাকে বলে দিতে হবে না।
সিরিয়াস হয়ে ইংরেজি শিখতে গেলে আসলে শিখা হয়ে ওঠে না। হাসতে খেলতে বা ফান করতে করতে ইংরেজি শিখলে শেখা হয়ে যায়। 
নিচের বিষয় গুলা মনে রেখঃ
- প্রথমেই মনস্থির করে নাও ১০০ভাগ শুদ্ধ ইংরেজি বলতে হবে এমন কোন কথা নেই। যুক্তি হিসেবে দাড় করাতে পার; বাংলা ভাষায় কথা বলতেও আমরা ১০০% শুদ্ধ বাংলায় কথা বলি না বা বলতে পারি না। এতএব ইংরেজি কোন ছাড়! 
- জড়তা কাটানোর জন্য দৈনিক ৫ মিনিটের একটি ইংরেজি লেখা উচ্চস্বরে পড়ো। লেখাটি সংবাদপত্র বা তোমার পাঠ্য পুস্তক হতে নির্বাচন করতে পার।
- দিনে ৫টি ইংরেজি বাক্য তৈরি কর এবং সেগুলো ছাড় বন্ধু-বান্ধবী, বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিদের উদ্দেশ্যে এবং তাদের impress করতে চেষ্টা কর। এ ভাবে 30 days চালিয়ে যাও ।
- উচ্চস্বরে পড় 10 minutes. English Novel থেকে পড়। বুঝে পড়তে চেষ্টা কর। না বুঝলেও ক্ষতি নেই।
- Open the dictionary; 1st letter A থেকে দশটি word নির্বাচন কর। সেগুলো দিয়ে দশটি sentence রচনা কর। এভাবে ইংরেজি ২৬ letter শেষ করতে লাগবে ২৬ দিন। চলো ৪ দিন ছুটি :)
- যাদের বাসায় টিভি আছে তারা প্রতি দিন half an hour করে English channel দেখ। Seriously দেখ। cartoon network দেখ।
- একটা কথা ভাল করে মনে রেখো- ইংরেজি আমাদের দেশের ভাষা নয় এটাকে বলা হয় Queen of Languages! সুতরাং Ornamental way বা অলংকারিক ভাবে তা বলতে ও লিখতে চেষ্টা করতে হবে। অর্থাৎ উচ্চারণবীদদের দিকে নজর দিতে হবে বা বিদেশীদের মত উচ্চারণ করা
চেষ্টা করতে হবে।

কোন মন্তব্য নেই

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.